Posts

বাংলা কবিতা -আমার নাম(হাবিব রাহমান) ।habib rahman nihan

**আমার নাম**  হাবিব রহমান(নিহান)   অনেক কাল বাদে আসিলাম এই মহাবিশ্বে আসিলাম সত বিশ্ময় নিয়ে কাঁধে পৃথিবীর  নামের বিশ্বে আসিলাম এক ঘরে  যেথায় সিলো শুধু দুই কনে  দেখিয়া পুত্ৰ সবারই তো হইল আনন্দ  এরই মাঝে এক লোকে বলিল কি নাম রাখা যায় তা ভেবে দেখো! !  কি নাম রাখা যায় ?কি নাম রাখা যায়?   বলিতে লাগিল সবাই   ওই সব নাম বলিল সবাই   যে রাখিত সদাই   এক হপ্তার মাজে ঠিক হইল নাম ডাক নাম রহিল বাকি  এমন সময় আসিল বৃদ্ধ যুবক রুপি রাখ এর নাম (নিহান)   হইবে সুমহান   বাপ মা কইল বাহ বেশ ভালই তো রাখ তাহলে  পুত্র যদি হয় মহান?  বারিবে বংশের মান  ঠিক হইল সে নাম   দেখা যাক কি হয় কাম  এক যুগ গেলো আরো গেল বসর তিন  এরই মাঝে কত যে ঘটে গেল কান্ড খবর রেখেস কোনদিন   কেউ ডাকিৎ নিহা তারে কেউ ডাকিত নিহাল তারে কেউ ডাকিত নহান তারে  এই শুনিতম সবারই কানে  কাহারো আবার ভাঙ্গিত দাঁত হইত মুখ ব্যাকা আমি ভাবিতাম একই আবার কথা   এই নাম বলিতে হইত সবার মুখ ব্যাকা! !,   এরই মাঝে
Recent posts